অনলাইন ডেস্ক : ইং- ১৯.১১.২০২২ তারিখ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে জেলা চালকল মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপার চালকল মালিকদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বেশি মুনাফা পাওয়ার আশায় অযথা মজুদদারীর মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করবেন না। করোনা মহামারী ও এর পরবর্তীকালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্বে মুদ্রা স্ফিতি মোকাবেলায় সাধারণ মানুষের অনেকে কষ্টে দিন পার করছে। অসহায় মানুষের কথা চিন্তা করে চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি বাজারে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রাখার জন্য অনুরোধ জানান। একইসাথে সাতক্ষীরার ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশী সহযোগিতার কথা পুনঃব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি, ডিআইও-১।