সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা কৃষক লীগের আয়োজনে সংগঠনের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বজ্রপাত রোধে জননেত্রী শেখ হাসিনা বেশি বেশি তালের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন। পাশা পাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই বর্ষাকালে গাছের চারা রোপনের আসল সময়। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প নেই।”
বৃক্ষ রোপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট আল-মাহমুদ পলাশ, সেলিম রেজা মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।