সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আহবানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরী সভায় বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য এবিএম মোস্তাকিম, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, শেখ ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাৎ হোসেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, এনামুল হক ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিৎ মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমুখ।
জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যৌথ জরুরী সভার আলোচ্য সূচী ছিল-আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করা প্রসঙ্গ এবং সাংগঠনিকসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।