সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে মনোনীত হয়েছে সাতক্ষীরা থানার চৌকস অফিসার মানিক সাহা।
গত ০২/০৬/২০২১খ্রী: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপি সাফল্যপূর্ন কাজের জন্য শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে মনোনীত হয়েছেন তিনি।
এসময় তার হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিয়ে অভিনন্দন জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দরাও এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন।