অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সাতক্ষীরা খুলনার রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য, সাতক্ষীরা- ২, মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা, বেলায়েত হোসেন, কমান্ড্যান্ট, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা, মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ।