অনলাইন ডেস্ক : ১৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল থানা এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় জেলা পুলিশর প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ মাহমুদ হোসেন, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা, আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা, ইদ্রিস আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত), কালীগঞ্জ থানা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।