সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডল, নেজারত ডেপুটি এনডিসি আব্দুল্লাহ আল-আমিন, জেলা এগ্রিকালচার অফিসার প্রকৌশলী মো. হারুন উর রশিদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্যাশিয়ার আব্দুল হান্নান খান প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর হতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে।