মানবচিত্র ডেস্ক : গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এসময় ২০১ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল ও ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় তিনটি মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) জেলা পুলিশের বিশেষ শাখার নিয়মিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় ৪ জন, কলারোয়া থানায় ১ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ২ জন, দেবহাটা থানায় ২ জন এবং পাটকেলঘাটা থানায় ২ জনকে আটক করা হয়।