নিউজ ডেস্ক : সাতক্ষীরায় কোন অবস্থায় করোনা সংক্রমন ঠেকানো যাচ্ছে না। জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। রাত পোহালেই নতুন নতুন ব্যক্তিদের নাম করোনার ডাইরীতে যুক্ত হচ্ছে। না ফেরার দেশে পাড়ি দিচ্ছে অনেকেই।
গত চব্বিশ ঘন্টায় জেলায় এক চিকিৎসক সহ ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া সামেকে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যু ব্যক্তিরা হলেন, কলারোয়া আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া, একই উপজেলার চন্দনপুর গ্রামের জগধর কুমারের পুত্র দেব কুমার, যশোর কেশবপুর এলাকার হেরাছতুল্লার পুত্র আব্দুল ওয়াহব, সাতক্ষীরা সদরের ব্যাংদহা গ্রামের বলাই ঠাকুরের পুত্র গনেষ ঠাকুর, তালা গোপালপুর গ্রামে ইব্রাহিমের পুত্র হায়দার আলী, সদরের ধুলিহর আখের আলীর স্ত্রী মোমেনা খাতুন, একই এলাকার ইউছুপ আলীর স্ত্রী মোসলেমা খাতুন, কালিগঞ্জ তেঁতুলিয়া গ্রামের আব্দুল গনির স্ত্রী রিজিয়া খাতুন, শ্যামনগর সংকরকাটি গ্রামের মুনছুরের স্ত্রী মরিয়ম, সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।