অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর ২য় দিনের ইভেন্টে Physical Endurance Test (দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প) উত্তীর্ণ প্রার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের কে অভিনন্দন জানিয়েছেন নিয়োগ বোডের সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।
কৃতকার্য প্রার্থীদের ৩য় দিনের ইভেন্টের প্রস্তুতিসহ আগামীকাল সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহব্বান জানান পুলিশ সুপার।
২য় দিনের নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাস্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর সভাপতিত্বে পুলিশ হেড কোয়াটার থেকে আগত পুলিশ সুপার পদপর্যাদার একজন অফিসার ও বাহিরের জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: ইকবাল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।