সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) : সাতক্ষীরার কালীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনিমানে রূপকল্প ২০২১ ঘোষণা করেন। জাতীয়ভাবে দিবসটি উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ডিসেম্বর সোমবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
নানা কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে নটায় বর্ণাঢ্য রেলি, পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু মুরালে পুষ্প মাল্য অর্পণ। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা, স্কুল শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা পুরস্কার বিতরণ ও প্রজেক্টর এর মাধ্যমে মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র মন্ডল, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুল্লাহ হাসান, উপজেলা তথ্য আপা মিনারা আক্তার, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এ বিষয়ের উপরে বক্তব্য রাখেন তিনটি বিদ্যালয়ের সাতজন ছাত্র-ছাত্রী।
বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিব আল হাসান, দ্বিতীয় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাহরিন নিগার, ও তৃতীয় স্থান অধিকার করেছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মাকসুদা আক্তার, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনজিও প্রতিনিধি ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।