সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে’এ স্লোগানকে সামনে রেখে” সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মৌতলায় ফাউন্ডেশন অফ এইচ.বি.আর এন ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার (১৪ই নভেম্বর) বিকাল ৪ টায় মৌতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মশিউর রহমানের সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো হালিমুর রহমান বাবু, বিভিন্ন প্রান্ত থেকে আসা সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানায় রক্তাঙ্গন পরিবার কে পাশাপাশি রক্তদান, সমাজসেবা, অসহায় মানুষের পাশে দাড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা সেবামূলক সংগঠন কে সম্মাননা জানায়।
তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতা ও তারুণ্যের উদ্যোম নিয়ে যাত্রা শুরু করে মানুষের সহযোগিতা রক্তদান কর্মসূচি, ত্রাণ কার্যক্রম এই তিন বিষয় নিয়ে ফাউন্ডেশন অফ এইচ. বি, আর সংগঠনটি।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুন্সি শহিদুর রহমান সজীব, উপদেষ্টা নূরনবী সাহিন,মহিবুর রহমান, জিল্লু রহমান,ফয়সাল আহমেদ বিদ্যুৎ, শেখ মারুফ হোসেন,ডাঃআমিন,শরিফুল, ইমন,সুমন রাশিদুল ইসলাম জয় বাংলা প্রমুখ। আরো অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক,অনুষ্ঠান শেষে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এছাড়াও সকাল থেকে বিভিন্ন সেবাসমূহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য স্বেচ্ছায় রক্তদান,ফ্রি মেডিকেল সেবা প্রদান করে নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেড, ফ্রি ব্লাড গ্রুপিং, বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।