অনলাইন ডেস্ক : কলারোয়া থানার চন্দনপুর ইউপির গয়ড়া বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুলাই বিকালে চন্দনপুর ইউপির গয়ড়া বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে কলারোয়া থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত অফিসার ইনচার্জ স্থানীয় লোকজনদের বিভিন্ন সমস্যা ও ইউনিয়নের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ওসি মোস্তাফিজুর রহমান বক্তব্য প্রদান কালে বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত করতে হবে , মাদক নির্মূল করতে মাদক ব্যবসায়ীদের তালিকা করতে হবে।ওসি মোস্তাফিজ আরো বলেন, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ করতে হবে।
এসময় তিনি তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুফলের বিষয়ে আলোচনা এবং জনসাধারণদের তাদের মনের কথাগুলো বলার সুযোগ করে দেন।
উক্ত ’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কলারোয়া থানাধীন ৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, বিট ইনচার্জ এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, ইউনাইটেড কলেজ চন্দনপুর এর সাবেক অধ্যক্ষ জনাব মোঃ রবিউল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মোঃ রুস্তম আলী, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।