মানবচিত্র ডেস্ক : ইং- ২৬ আগস্ট ২০২২ তারিখে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক চৌকস দলটি একই তারিখে সকাল ১১ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ সাইফুল ইসলাম বকুল বিশ্বাস(৪৬) গ্রেফতার করে। উক্ত আসামী সাতক্ষীরা সদর জেলার বাসিন্দা।
এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল ১টি ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।