সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের গঁড়েরকান্দার বাসিন্দাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গঁড়েরকান্দা, ইটাগাছা সম্মিলিত বায়তুুন নুুর জামে মসজিদ প্রাঙ্গণে ছিন্নমূল ও হতদরিদ্র প্রায় পাঁচ শতাধিক মানুষের সঙ্গে নিয়ে ইফতার করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজ। পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, গঁড়েরকান্দা, ইটাগাছা সম্মিলিত বায়তুুন নুুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক গাজী মোতালেব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান রাসেল, পৌর যুগ্ম আহ্বায়ক এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি, আওয়ামী লীগ নেতা কাজী সাহিদ হাসান দোলন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম।