মাহফিজুল ইসলাম আককাজ : “সাংস্কৃতিক মহত্ব প্রকাশ পায় উৎসবের মাধ্যমে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় মহান বিজয়ের মাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২ দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২১ এপার বাংলা ও ওপার বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে থিম সং এর সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা ও পদ্মার জল মিশ্রনের মাধ্যমে সম্প্রীতির বন্ধন। অতিথিদের উত্তরীয় পরিয়ে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২১ প্রকাশনার মোড়ক উন্মোচন করে উৎসবের শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ খুলনার সভাপতি এনামুল হক বাচ্চু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ঢাকার সভাপতি প্রনবকে মুখার্জী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী প্রমুখ। দুই দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২১ দুই দেশের শিল্পীদের মিলন মেলায় পরিনত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল, সাংবাদিক বরুণ ব্যানাজী, বিশিষ্ট নাট্য শিল্পী শামীম পারভেজ, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, সংগীত শিল্পী মনজুরুল হক, সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার আক্তারুজ্জামান কাজল, ফারহা দীবা খান সাথী, রুমা রানী বরকন্দাজ, বিশিষ্ট নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্না, লিটন শিকদার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।