আশা ইসলাম : পাচার কালে ২৩ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত এক মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।
আটককৃত চিহ্নিত মাদক চোরাকারবারি হলেন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার বিষু ঘোষের ছেলে স্বজল ঘোষ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আরিফুর রহমান ফারাজী জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় অভিযান পরিচালনা করাহয়। অভিযানে ২৩ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক সেবি ও মাদক চোরাকারবারি স্বজল ঘোষ কে আটক করা হয়।
এঘটনায় সহকারী উপপরিদর্শক মোঃ আলাউদ্দিন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মাদক মামলা করাহয়েছে।