সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরায় স্কুল শিক্ষক আবুল বাসারের আত্মহত্যা প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও গ্রামবাসী। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৃতের শশুর নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্ত্রী নুরুন্নাহার, ছেলে মেদেহী হাসান, সামিউল আযম সাদিম, গ্রামবাসী আবুল কালাম, আব্দুল জলিলসহ আরও অনেকে।
মানববন্ধনে তারা বলেন, শ্যামনগরের কৈখালী শামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে গেল ২ জানুয়ারি নোটিশ প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম। নোটিশ পাওয়ার পর ৪ জানুয়ারি গলায় রশ্নি দিয়ে আত্মহত্যা করেন আবুল বাসার। আমরা এই চক্রান্তে জড়িতদের দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এ ঘটনায় শিক্ষক আবুল বাসারের স্ত্রী বাদী হয়ে বিদ্যালয় সভাপতি আব্দুর রহিমকে প্রধান আসামী করে শিক্ষকসহ সাতজনের নাম উল্লেখপূর্বক মামলা দিয়েছেন শ্যামনগর থানায়। মামলায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।