অনলাইন ডেস্ক : কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার কর্তক দ্বিতীয় দফার কঠোর লকডাউন শুরু হয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। সরকার ঘোষিত লকডাউনে গত বুধবার থেকে জেলায় কোন বাস, লেগুনা, মাহিন্দ্র, থিহুলার সহ গনপরিবহন ছেড়ে যায়নি। শহরের শপিং মহল, কাপড়ের দোকান সহ অধিকাংশ দোকান পাঠ বন্ধ ছিল। জরুরী প্রয়োজনে বাহিরে আসা জন সাধারনের স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখা গেছে।
সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র খুলনা রোড নিউমার্কেট, নারকেলতলা সহ বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়। সড়কে চলাচল কারী সকল ইজিবাইক, ভ্যান, মটর সাইকেল গতিরোধ করে তাদের গন্তব্যের স্থান জানতে চাওয়া হচ্ছে। শহরের ব্যস্ততম সড়কের জনশূন্য বলা চলে।
তবে কিছু কিছু স্থানে জনসাধারন মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে গতকাল ব্যাংক ও হাসপাতাল খোলা থাকায় কিছু মানুষের চলাচল চোখে পড়ছে। বিশেষ করে নিত্যপণ্য ঔষধ, কাচা বাজার, খাবার দোকান বাদে প্রায় সকল দোকান পাঠ বন্ধ ছিল।
তবে সড়কে পন্যবাহী গাড়ী ও নিত্যপন্য সর্বরাহকারী গাড়ী যাতায়াত করতে দেখা গেছে। সরকারের ঘোষিত লকডাউন সকলেই স্বাগত জানালেও খেটে খাওয়া দিনমজুর কিন্তু লকডাউন ভিন্ন ভাবে দেখছেন।