সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : শনিবার ০৯/১১/২০২৪ খ্রিঃ তারিখে রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করার লক্ষ্যে “রিয়েল কনসেপ্ট কনফারেন্স” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শোয়াইব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ এবং সাইবার বুলিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করছি।
এছাড়া তিনি আরও বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ মুস্তানছির বিল্যাহ, উপাধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা, মেহেদী হাসান উপ-পরিচালক (ডিডি), ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা, আবুল খায়ের, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাতক্ষীরা, মোঃ আবুল হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ এর শিক্ষকগণ এবং শিক্ষার্থীবৃন্দ।