সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) প্রাঙ্গণে উক্ত ম্যারাথন এর উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সমাজ সেবক আবুল কালাম বাবলা প্রমুখ।
ম্যারাথন প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগীর মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ৷
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, যশোর অঞ্চলের বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, ক্যাপ্টেন নাজমুল হাসান প্রমূখ৷
ম্যারাথন প্রতিযোগিতায় জেলার প্রথম হলেন মোঃ আনারুল ইসলাম, দ্বিতীয় মোহাম্মদ শহীদ, তৃতীয় সাজিদুল করিম, চতুর্থ অসীম সরদার ইদ্রিস, সোহাগ, রোহিগত, সিদ্দিক, মোস্তাকিম, আলামিন, আতাউর রহমান, শাওন, আকাশ, ইসরাফিল ও আসাদুল৷ নারী বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন, সোহানা খাতুন, আফরা খন্দকার, তাইফা শারমিন, তাসলিমা, রিক্তা রানী৷