অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পরিদর্শক হিসেবে নির্বাচিত হলেন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী। বৃহম্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বর্ষা রিসোর্ট এর কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে নভেম্বর- ২০২২ ইং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অপরাধ পরিসংখ্যান সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা শেষে পুলিশ সুপার সড়কে শৃংখলা ফিরিয়ে, হেলমেট বিহীন, রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক ও রেকর্ড পরিমানে সরকারী রাজস্ব আদায় করায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পরিদর্শক হিসেবে ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী কে নির্বাচিত করে তার হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এসময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, তালা সার্কেল এএসপি সাজ্জাদ হোসেন, বিশেষ শাখার ডিআইওয়ান জাহিদ বিন আলম, সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, আশাশুনি থানার ওসি মোমিনুল হক, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার, কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান, ডিবির ওসি বাবলুর রহমান থান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।