মানবচিত্র ডেস্ক : সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার মাসিক সভা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: আব্দুল মালেক গাজী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি সুজন, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা খুলনা বিভাগীয় পরিচালক মো: আইনুল কবীর সুমন, কেন্দ্রের যুগ্ম মহা সচিব মো: সিরাজুল হক মিনা।
সভা পরিচালনা করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: আজগার আলি ও সঞ্চালনায় ছিলেন শাহানা আক্তার। সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কল্যাণ সংস্থা কলারোয়ার সভাপতি মো: সামছুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি শেখ মাসুম বিল্লাহ, মামুন হোসেন পারভেজ, সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি মো: আছাদুর রহমান, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। সভায় মাসিক সভা নিয়মিত করার ব্যাপারে সভাপতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।