নিউজ ডেস্ক : ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ইং- ২৭/০৩/২০২১ তারিখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যশোরেশ্বরী মন্দিরে আগমন উপলক্ষে মন্দির ও হেলিপ্যাড এলাকার সার্বিক নিরাপত্তা এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
আজ ইং- ১৫/০৩/২০২১ তারিখে উক্ত এলাকা পরিদর্শন করেন র্্যাব মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম এবং জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব এম খুরশীদ হোসেন বিপিএম(বার), পিপিএম, ডিআইজি (অপারেশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সহ রেঞ্জ, জেলা পুলিশ এবং র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আগত কর্মকর্তাবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো সহ মন্দির ও হেলিপ্যাড এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন।