শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরায় বরখাস্তকৃত আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে আবারও নাশকতা মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ।
এরআগে, বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রউফ আলিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। একই সাথে তিনি আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাম্প্রতিক নাশকতা সহ নানাবিধ সঙ্গত কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ গত ৬ মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। এরপর গতকাল তিনি ছাড়া পেয়েছিলেন। বুধবার(২১ জুন) রাতে সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে তাকে পুনঃরায় নাশকতা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এরআগে, বুধবার (২১ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আলীপুর চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে।