সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার সময় সাতক্ষীরা সদর থানার পাথরঘাটা-রায়পুর সড়কের পাথরঘাটা ব্রিজের উপর উক্ত অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তির নাম হৃদয় ঘোষ (২১)। সে পাটকেলঘাটা থানার বড়গাছা গ্রামের রাম প্রসাদ ঘোষের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই তন্ময় কুমার বসু, এএসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুল কুদ্দুস হাওলাদার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্রিজের উপর অভিযান পরিচালনা করেন।
এ সময় হৃদয় ঘোষকে আটক করা হয় এবং তার হেফাজত হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।