সাতক্ষীরা শহর প্রতিনিধি (ইকবাল হোসেন) : সাতক্ষীরায় পি.কে ইউনিয়ন ক্লাব এর ৭১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাত ০৮টায় শহরের পিকে ইউনিয়ন ক্লাবের সকল সদস্যদের অনুমতিক্রমে সভপতি পদে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সিনিয়র সহ সভাপতি পদে আহম্মাদ আলী সরদার ও সাধারণ সম্পাদক পদে নাছিম ফারুক খান মিঠু কে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সরফরাজ নেওয়াজ খান অর্প, অর্থ সম্পাদক ইকবাল করিম খান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা সম্পাদক নুর জাহান খানম লোপা সহ সর্বমোট ৭১ সদস্য কে নির্বাচিত করা হয়েছে।
এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু বলেন, নতুন এবং পুরাতনদের সমন্বয়ে একসাথে ক্লাবের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা জাগ্রত একটি চেতনা নিয়ে যদি অগ্রসর হই, তাহলে পি.কে ক্লাব অতীতে যেমন ভাল জায়গায় ছিল, ভবিষ্যতে আরো ভালো জায়গায় পৌছে যাবে।
এই নতুন কমিটির হাত ধরে সাতক্ষীরা পি.কে ইউনিয়ন ক্লাব আরো উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা ক্লাবের সকল সদস্যদের।