সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরাতে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৩০ আনসার ব্যাটালিয়নের পুরাতন জমিদার বাড়িতে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানমের সভাপতিত্বে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি। এসময় আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি বলেন, আনসার ব্যাটালিয়ন একটি ভিন্ন ধর্মী বাহিনী। এই বাহিনী শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করে না। বরং আনসার বাহিনী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের জাগ্রত হয়ে জনগণের কল্যাণে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, অপরাধ দমনেও কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩০ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে অধিনায়ক ও প্রধান অতিথি সকল সদস্যদের উপস্থিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।