সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনের পাঁচ নদীর মোহনা থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশে প্রবেশের সময় কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী বিসিজি স্টেশনের সদস্যরা ওই নৌকাটি আটক করেন।
এ সময় অবৈধভাবে ভারতীয় ঔষধ পাচারে জড়িত আরিফ হোসেন খান(৩৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের সামছুর শেখের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে: বিএন মো: মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সীমান্তবর্তী কালিন্দি নদীর পাঁচ গাঙ্গের মোহনায় অভিযান চালায়। এসময় একটি নৌকা জব্দের পর তার ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা একাধিক প্যাকেট থেকে ১০ প্রকারের ভারতীয় ঔষধ ও একটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়। এসময় ভারতীয় ঔষধ পাচার চক্রের সদস্য আরিফ হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার জন্য জব্দকৃত ঔষধসহ আটক ব্যক্তিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান কোসটগার্ডের দায়েরকৃত মামলায় আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী কৈখালী ও সুন্দরবনসংলগ্ন এলাকা দিয়ে গরু ও ঔষধসহ ব্যাপক মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত চিহ্নিত কিছু চোরাকারবারি এসব অপকর্মে জড়িত। মাঝেমধ্যে হাতেগোনা অভিযানে স্বল্প পরিমান চোরাচালানসামগ্রী আটক হলেও অধিকাংশ চালান নির্দিষ্ট কয়েকটি রুটে শ্যামনগরে প্রবেশ করছে।