সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : ঘটনার সূত্রে জানা যায় গত ২৭-০৫-২০২১:খ্রিঃ তারিখ রাএ ২১.১৫ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন বাঁশদাহ ইউনিয়নের কামরুল হাসান মেম্বার সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান জনৈক একজন মহিলা তাহাকে মোবাইলের মাধ্যমে সাতক্ষীরা থানাধীন চুপড়িয়া টু পাঁচরোকি রোডস্থ জনৈক মোঃ আলমঙ্গীর হোসেন এর কীটনাশক দোকানের সামনে রাস্তার উপর একটি ব্যাগ পড়ে আছে মর্মে জানিয়েছেন।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত মেম্বার লোকজন নিয়ে ঘটনাস্থালে যাইয়া রাস্তায় পড়ে থাকা ব্যাগের মধ্যে মাদকদ্রব্য গাঁজা দেখতে পেয়ে অফিসার ইনচার্জকে সংবাদ প্রদান করেন।
উক্ত সংবাদের ভিক্তিতে অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে অত্র থানার এস আই মোঃ শরিয়তল্লাহ সংগীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হয়ে স্থানীয় জনগনের উপস্থাপন মতে ০১ টি ব্যাগের মধ্যে রক্ষিত ০২ (দুই) কেঁজী অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করেন।
এ বিষয়ে তদন্ত অব্যহত আছে। পরিবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্তিয়াধীন।