সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ অহিদুজ্জামান শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা।
আটককৃত অহিদুজ্জামান শেখ কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বেলা দেড়টার দিকে সীমান্তগামী একটি ইজিবাইকের গতিরোধ করে। এসময় ইজিবাইকচালক অহিদুজ্জামান শেখের কাছ থেকে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক ও ইজিবাইক কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।