অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার আসাননগর এলাকা থেকে আজিজুর রহমানকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন থানা বিএনপির অর্থদাতা, একজন ইউনিয়ন যুবদলের সভাপতি, দুজন জামায়াতের ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি রয়েছেন।
এছাড়া বাকিদের মধ্যে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চারজন ও জামায়াতের নয়জন সক্রিয় সদস্য রয়েছেন। তাদের নামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।