অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনাকালে গত ০৩/১১/২০২৪ খ্রিঃ তারিখে গোপন অত্র থানাধীন ভোমরা ইউনিয়ন শ্রীরামপুর গুচ্ছগ্রাম থেকে ১। গোপাল দাস(৩৩), পিতা- মৃত কৃষ্ণপদ দাস, সাং- টিকেট, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় গ্রেফতারকৃত গোপাল দাসের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৫০ পিচ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য Tapentadol Tablet উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ডিবি জানায়, ধৃত আসামী গোপাল দাস (৩৩) এর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।