প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিস্তর কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা তাঁতীলীগ।
এ উপলক্ষ্যে ১৭ মার্চ বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পামাল্য অর্পণ করা হয়। এরপর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সহ-সভাপতি আব্দুল হালিম, জাহাঙ্গীর, কাজি তরিকুল ইসলাম শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম রাজ,
শেখ রেদওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, বিকাশ চন্দ্র, হোসেন মাহমুদ ক্যাপটেন, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জি এম আলমগীর হোসেন, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য তাহছিন কবির খান শান্ত প্রমুখ।