সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম সাদী) :
সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে কেএফডব্লু জার্মান প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে জার্মান রাস্ট্রদূত আখিম ট্রস্টার এর সাথে মতবিনিময় করছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌর মেয়রের কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকার প্রদত্ত কেএফডব্লু প্রকল্পের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এমপি রবি।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি জার্মান রাস্ট্রদূত আখিম ট্রস্টার এর সাথে দীর্ঘ আলোচনা করেন, কেএফডব্লু প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত শুরু করা এবং নাভারণ টু সাতক্ষীরা ভায়া মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ কাজে জার্মান সরকারের সহযোগিতার বিষয়ে অবহিত করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি জার্মান রাস্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।