মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় ২০২১-২০২২ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদানপ্রাপ্ত ২৭টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা/প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রত্যেককে ১৬ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।