1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
October 7, 2024, 8:31 pm
শিরোনাম
নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য দীপ্ত রায় সাতক্ষীরায় চাঁদাবাজি কালে যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ তিন চাঁদাবাজ আটক বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে: আসিফ মাহমুদ নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক- ১ সাতক্ষীরা সদর ও তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল: ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অলসতা করবো শেষ, বেকার মুক্ত বাংলাদশ: স্লোগানে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

সাতক্ষীরায় জমকালো আয়োজন ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে “সিভিল সার্জন কাপ-২০২৩” অনুষ্ঠিত

  • আপডেট সময় Saturday, December 30, 2023

অনলাইন ডেস্ক : ইং- ২৯/১২/২০২৩ তারিখ জমকালো আয়োজন ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো “সিভিল সার্জন কাপ-২০২৩”।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য অফিস ও বাকি ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মোট নয়টি টিম অংশ নিয়েছে।

সাতক্ষীরা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম মহোদয় নিজেই সিভিল সার্জন অফিস টিমের ক্যাপ্টেনসি করেন এবং মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের আশ্চর্যন্বিত করে তোলেন। এসময় তার সহধর্মিণী ও দুই পুত্র দর্শক সারিতে উপস্থিত থেকে টুর্নামেন্টটিকে আরও বেশি অলংকৃত করেন।

সুযোগ্য সিএস মহোদয়ের দক্ষতা, আন্তরিকতা ও ক্রিয়েটিভিটি মানসিকতার একটি বহিঃপ্রকাশ হিসাবে সাতক্ষীরা জেলায় এই প্রথম “সিভিল সার্জন কাপ-২০২৩” আয়োজনের মধ্য দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।

সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহম্মেদ, ডাঃ মোঃ হাফিজ উল্লাহ, ডাঃ মোঃ সাইফুল আলম, ডাঃ পার্থ ছাড়াও রুমু-সুমু খ্যাত সরকারি কলেজ মাঠে সেঞ্চুরি হাকানো ডাঃ মোখলেসুর রহমান (সাবেক সাংসদ) পুত্র আসিফ/রাজীব কাওসার বিশেষভাবে দর্শক আকর্ষন করেন।

ডাঃ বুলবুল কবীর(UH&FPO,কালিগঞ্জ) মহোদয়, ডাঃ মোঃ জিয়াউর রহমান(UH&FPO,শ্যামনগর) মহোদয়, ডাঃ মিজানুল হক(UH&FPO,আশাশুনি) মহোদয়গন কর্মক্ষেত্রের মত খেলার মাঠেও চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন। ডাঃ মোঃ ফরহাদ জামিল (UH&FPO,সদর) মহোদয়ের প্রতিনিধিত্বকারী ডাঃ রাহুল দেব রায়ের খেলা দর্শক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ডাঃ শফিকুল ইসলাম আরএমও কলারোয়া, ডাঃ রাশেদ উদ্দীন মৃধা (SIMO-WHO), শেখ মহিবুর রহমান জেলা ইপিআই সুপার, শেখ মশিউর রহমান এমটি-ইপিআই ভালো খেলেছেন।

সকাল থেকে সারাদিনব্যাপী সাতক্ষীরা স্টেডিয়াম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের এক বিশাল মিলন মেলায় পরিনত হয়। এমন আয়োজন স্বাস্থ্য বিভাগের কাজকে আরও বেশি গতিশীল করবে।

এই সমগ্র আয়োজন ও টুর্নামেন্টটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জেলার চৌকস সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। তার সহযোগী ছিলেন মেহেদী হাসান-তপু এমটি-ইপিআই সদর হাসপাতাল।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স রানার্সআপ এবং কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চাম্পিয়ান হয়ে ট্রফি গ্রহন শেষে ও টুর্নমেন্টের ধারা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্তর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews