অনলাইন ডেস্ক : ইং- ২৯/১২/২০২৩ তারিখ জমকালো আয়োজন ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো “সিভিল সার্জন কাপ-২০২৩”।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য অফিস ও বাকি ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মোট নয়টি টিম অংশ নিয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম মহোদয় নিজেই সিভিল সার্জন অফিস টিমের ক্যাপ্টেনসি করেন এবং মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের আশ্চর্যন্বিত করে তোলেন। এসময় তার সহধর্মিণী ও দুই পুত্র দর্শক সারিতে উপস্থিত থেকে টুর্নামেন্টটিকে আরও বেশি অলংকৃত করেন।
সুযোগ্য সিএস মহোদয়ের দক্ষতা, আন্তরিকতা ও ক্রিয়েটিভিটি মানসিকতার একটি বহিঃপ্রকাশ হিসাবে সাতক্ষীরা জেলায় এই প্রথম “সিভিল সার্জন কাপ-২০২৩” আয়োজনের মধ্য দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।
সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহম্মেদ, ডাঃ মোঃ হাফিজ উল্লাহ, ডাঃ মোঃ সাইফুল আলম, ডাঃ পার্থ ছাড়াও রুমু-সুমু খ্যাত সরকারি কলেজ মাঠে সেঞ্চুরি হাকানো ডাঃ মোখলেসুর রহমান (সাবেক সাংসদ) পুত্র আসিফ/রাজীব কাওসার বিশেষভাবে দর্শক আকর্ষন করেন।
ডাঃ বুলবুল কবীর(UH&FPO,কালিগঞ্জ) মহোদয়, ডাঃ মোঃ জিয়াউর রহমান(UH&FPO,শ্যামনগর) মহোদয়, ডাঃ মিজানুল হক(UH&FPO,আশাশুনি) মহোদয়গন কর্মক্ষেত্রের মত খেলার মাঠেও চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন। ডাঃ মোঃ ফরহাদ জামিল (UH&FPO,সদর) মহোদয়ের প্রতিনিধিত্বকারী ডাঃ রাহুল দেব রায়ের খেলা দর্শক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ডাঃ শফিকুল ইসলাম আরএমও কলারোয়া, ডাঃ রাশেদ উদ্দীন মৃধা (SIMO-WHO), শেখ মহিবুর রহমান জেলা ইপিআই সুপার, শেখ মশিউর রহমান এমটি-ইপিআই ভালো খেলেছেন।
সকাল থেকে সারাদিনব্যাপী সাতক্ষীরা স্টেডিয়াম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের এক বিশাল মিলন মেলায় পরিনত হয়। এমন আয়োজন স্বাস্থ্য বিভাগের কাজকে আরও বেশি গতিশীল করবে।
এই সমগ্র আয়োজন ও টুর্নামেন্টটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জেলার চৌকস সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। তার সহযোগী ছিলেন মেহেদী হাসান-তপু এমটি-ইপিআই সদর হাসপাতাল।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স রানার্সআপ এবং কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চাম্পিয়ান হয়ে ট্রফি গ্রহন শেষে ও টুর্নমেন্টের ধারা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্তর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।