অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় অজ্ঞানপার্টির কবলে একই পরিবারের তিন সদস্য অসুস্থ। অজ্ঞানপার্টির সদস্যরা লুট করে নিয়ে গেছে নগদ টাকা ও সোনার (রুলি ও গলার হার) গহনা। সোমবার (২৪ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের মোকছেদ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
মোকছেদের নাতি আব্দুল্লাহ আল মামুন জানান, উত্তর ফিংড়ি গ্রামের বাসিন্দা মোঃ মোকছেদ শেখের বাড়িতে সোমবার দিনগত রাত ২:৩০ মিনিটের দিকে অজ্ঞানপার্টির কিছু সদস্য প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ৩ লক্ষাধিক টাকা ও সোনার গহনা নিয়ে চলে যায়। তার নানা মোকছেদ শেখ(৬০), নানী মর্জিনা খাতুন (৫২) এবং মামা হাসান শেখ (৩০) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার এসআই আরিফ জানান, ঘটনা শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।