সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি(মোস্তাফিজ) : বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফি-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফের পরামর্শ সভা সোমবার বেলা ১১টায় রওজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক।
আলোচনা রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মো. সাইদুর রহমান শিক্ষক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক,মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো. মালেকুজ্জামান, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা আবু সাঈদ প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মো. শামছুল হুদা।
সভায় আগামী ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২২ এবং ২৬,২৭,২৮ মাঘ ১৪২৮ বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর তিনদিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফে লক্ষাধিক মানুষের সমাগম ও বিগত সময়ের চেয়ে দ্রব্যমূল্যের ব্যয় বৃদ্ধি পাওয়ায় যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহবান জানান সভাপতি সহ সকল বক্তাগণ।