সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটর শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে সংখ্যায় আওয়ামী লীগ অনেক বেশী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে।