সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসুস্থ সরদার রহিল উদ্দিন এর খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অসুস্থ্য আওয়ামীলীগ নেতা সরদার রহিল উদ্দীনকে দেখতে যান তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।