অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবৈধভাবে গমনাগমন প্রতিরোধ সপ্তাহ পালন করেছে। ব্যাটালিয়ন ৩৩ বিজিবি।
বিজিবি সূত্রে জানাগেছে সাম্প্রতিক করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে ভারতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রনহীন হয়ে পড়ায় বাংলাদেশ এ ভাইরাসে প্রভাব ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এ লক্ষে সাতক্ষীরা জেলার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা, তুলাইগাছা সহ সকল সীমান্তবর্তী এলাকায় অবৈধ গমনাগমন প্রতিরোধের পরিকল্পনা করা হয়েছে। সপ্তাহ ব্যাপী প্রতিরোধক সপ্তাহ পালন করা হয়।
সীমান্ত মোবাইল টহল কার্যক্রমের সময়সমীমা বৃদ্ধি করে টহল অব্যাহত রয়েছে। সীমান্ত ৫৯০টি মোবাইল টহল অবৈধ গমনাগগমনের সময় ৮ বাংলাদেশীকে আটক করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।