সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) : ফেসবুকে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে এসে এক নারী (২০) গণধর্ষণের শিকার হয়েছে।
সোমবার শ্যামনগর উপজেলার সাবখালী আবুল কালামের মৎস্য ঘেরে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষণকারীরা।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি খুলনার ডালমিল মোড় এলাকায়।
ওই নারী জানান, তিন মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে কৈখালী ইউনিয়নের সাবখালী গ্রামের ইব্রাহিম কয়ালের ছেলে নাজমুল কয়ালের সাথে তার পরিচয় হয়।
পরিচয়ের এক পর্যায়ে নাজমুলের আহ্বানে রোববার সাতক্ষীরায় আসেন।
সারাদিন ঘোরাঘুরি শেষে রাত ৯টার দিকে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হন। একপর্যায়ে রাত ১০টার দিকে নাজমুলের বাড়ি সংলগ্ন আবুল কালামের মাছের ঘেরে পৌঁছায়।
গল্প করার একপর্যায়ে নাজমুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে,
পরবর্তীতে সেখানে আরো কয়েকজন যুবক উপস্থিত
হয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়।
এব্যাপারে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার জানান, সংবাদ পেয়ে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত ডা: সুমা রানী পাল বলেন, অসুস্থ্য অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে, নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাওলাদার মনোয়ার হোসেন মাসুম বলেন, ওই নারীর বাড়িতে সংবাদ পাঠানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে ভিকটিম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে।