সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি (পরিতোষ কুমার) : সাতক্ষীরার শ্যামনগরে নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে কোয়েল পাখি বিতরণ করেছে সিসিডিবি-এনগেজ প্রকল্প।
দুই ধাপে ২৭ ও ৩১ অক্টোবর রবিবার ও বৃহস্পতিবার এই দু’দিনে কোয়েল পাখি বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের (দুই ধাপে) ১২ জন নারী সদস্যকে ১২০০ টি কোয়েল পাখির বাচ্চা এবং বাচ্চার খাদ্য হিসেবে ৬০০ কেজি ফিড বিতরণ করা হয়।
কোয়েল পাখি বিতরণের সময় উপস্থিত ছিলেন, একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম বলেন, কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। কোয়েল পাখি পালনে কোন ধরণের সমস্যা হলে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত মাসে এসব নারীদেরকে ২ দিন ব্যাপী বিকল্প জীবিকায়ন হিসেবে কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার কোয়েল পাখির খামার পরিদর্শনের মাধ্যমে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।