সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনির শোভনালীতে মহাশ্মশান নির্মাণের উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৩-আসনের সংসদ প্রতিনিধি ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভজিৎ মন্ডল।
বুধবার (৮ মার্চ) বিকালে শোভনালী ইউনিয়নের লতাখালী গ্রামে ‘টি আর’ প্রকল্পের বরাদ্দকৃত অর্থে মহাশ্মশান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ৩-আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে তারই প্রতিনিধি শম্ভজিৎ মন্ডল। উদ্বোধন শেষে তিনি আওয়ামীলীগ সরকারের নানান মুখি উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।