সেলিম হোসেন: সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শিবপুর ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মাস্ক বিতরণ করেছেন সদর থানার পুলিশ। বুধবার বিকেলে শিবপুর ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন ও মাস্ক বিতরণ করেছে সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন।
শিবপুরের পরান্দহ, হরিতলার পূজামন্ডপ পরিদর্শনে ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অরবিন্দু কুমার মন্ডল, নব কুমার মজুমদার, সদর থানার পুলিশের এসআই লালচাঁদ মিয়া, এএস আই তারেক, ইউপি সদস্য আজাহার আলী, প্রবীর মজুমদার, দীনেশ মন্ডল, বিধান সরকারসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক প্রমূখ।
পূজামন্ডপ পরিদর্শনে ওসি দেলোয়ার হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। যার ধর্ম সে পালন করবে। সনাতনধর্ম্বীদের শারদীয় দুর্গাপূজা একটি বড় উৎসব। তিনি আরো বলেন আপনার সন্তানকে খেয়াল রাখবেন যেন মাদকাসক্ত না হয়। মাদকাসক্ত ও মাদককারবারীকে কোনো ছাড় দেওয়া হবে না। বাল্যবিবাহ থেকে সবাই দুরে থাকবেন। কেউ বাল্যবিবাহ দেবেন না। সবাই মিলে মাদক, ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। কোভিড ১৯ সবাই সচেতন থাকবেন ও মাস্ক পরিধান করবেন।