নিউজ ডেস্ক : সাতক্ষীরা ৩৩ বিজিবি অভিযানে ২টি স্বর্ণের বার সহ ১ জনকে আটক হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির সিও লে: মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গতকাল দুপুরে ভোমরা বিওপির টহল দল লক্ষীদাড়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে ২টি স্বর্ণের বার একটি মোবাইল সহ ইয়াসিন গাজী (৩৫) কে আটক করে। সে ঐ এলাকার মৃত মোহাম্মদ গাজীর পুত্র।
আটককৃত স্বর্ণের বার ও মোবাইলের মূল্য (তের লক্ষ, একাশি হাজার) টাকা প্রায়, আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।