সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ শনিবার পায়রাডাঙ্গা বাজারে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে রবিবার সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় রাত্র ১০.৪০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুমের জানাযা ঝিটকী গ্রামের নিজস্ব বাসভবনে গার্ড অব অনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
এছাড়াও সদর থানার পক্ষে ইনন্সপেক্টর বোরহান উদ্দীন এবং সাতক্ষীরা সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মোল্লা, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন, ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এসএম আবুল কালাম আজাদ, বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহাদাৎ হোসেন, মাও. আল-আমিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ মৃতের জানাযায় উপস্থিত ছিলেন।