অনলাইন ডেস্ক : ইং- ২৫/১১/২০২২ তারিখ সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান সাতক্ষীরা থানাধীন ভোমরা পদ্মশাখরা কোহিনুর ক্লাব আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন।
এ সময় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয় নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে খেলাধূলার প্রতি গুরুত্ব আরোপ করে সাতক্ষীরাকে একটি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, খেলাধুলা শুধু চরিত্র গঠন করতেই সাহায্য করে না বরং যে কোন অশুভ শক্তি থেকে একজন যুবক বা তরুনকে রক্ষা করবার একটি বড় হাতিয়ার এই খেলাধুলা।
উক্ত সময়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরার সাথে ভোমরা ইমিগ্রেশন এর ইনচার্জ এসআই মাজরিহা হোসেন এবং সাতক্ষীরা থানার এসআই হাসানুর রহমান উপস্থিত ছিলেন।