সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর রহমান) :
সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গত শুক্রবার (০৪ নভেম্বর ভোরে এসআই হাফিজুর রহমান, এএসআই মোঃ হুমায়ন কবীর সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রমস্থ জনৈক মৃত অনিল স্বর্নকারের পরিত্যক্ত বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে হইতে আসামী ১. মোঃ শরিফুল ইসলাম গাজী(৩৫), পিতা- মোঃ ওমর আলী গাজী, স্থায়ী: গ্রাম- নোড়ারচক , থানা- দেবহাটা, জেলা – সাতক্ষীরা, ২. মোঃ কামরুল গাজী (৫০), পিতা- মৃত আবু বক্কর গাজী, স্থায়ী: গ্রাম- খলিসাখালী , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৩ মোঃ মুরশিদ আলী সরদার (৫০), পিতা-মৃত আনছার আলী সরদার, স্থায়ী: গ্রাম- ভাঙ্গানমারি, থানা- কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন এ ঘটনায় দেবহাটা থানায় ০১টি অস্ত্র মামলা ও ০১টি ডাকাতির মামলা রুজু প্রস্তুতি নেওয়া হয়েছে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ছে।